মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৪. শপথ করার বর্ণনা
হাদীস নং: ৩০৯
শপথ করার বর্ণনা
অর্থহীন কসমের বর্ণনা
হাদীস নং- ৩০৯
হযরত আয়েশা (রাযিঃ) আল্লাহ তাআলার বাণীঃ لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ এর ব্যাখ্যায় বলেন, لغو قسم হলো, মানুষ যদি বলে (না, আল্লাহর শপথ বা হ্যাঁ, আল্লাহর শপথ) অর্থাৎ এরূপ কথা যাতে তার অন্তরে কোন কথার উপর কসম করার ইচ্ছা না করে। (এরূপ কথা যা অভ্যাসের কারণে কোন চিন্তা ছাড়াই মুখ থেকে বের হয়ে থাকে)।
হযরত আয়েশা (রাযিঃ) আল্লাহ তাআলার বাণীঃ لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ এর ব্যাখ্যায় বলেন, لغو قسم হলো, মানুষ যদি বলে (না, আল্লাহর শপথ বা হ্যাঁ, আল্লাহর শপথ) অর্থাৎ এরূপ কথা যাতে তার অন্তরে কোন কথার উপর কসম করার ইচ্ছা না করে। (এরূপ কথা যা অভ্যাসের কারণে কোন চিন্তা ছাড়াই মুখ থেকে বের হয়ে থাকে)।
كتاب الأيمان
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فِي قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: " {لا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ} [البقرة: 225] قَالَتْ: هُوَ قَوْلُ الرَّجُلِ: لَا وَاللَّهِ، وَبَلَى وَاللَّهِ، مِمَّا يَصِلُ بِهِ كَلَامَهُ، مِمَّا لَا يَعْقِدُ عَلَيْهِ قَلْبُهُ حَدِيثًا "