আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬২- চিকিৎসা - তদবীরের অধ্যায়
হাদীস নং: ৫৩১০
আন্তর্জাতিক নং: ৫৭১৯ - ৫৭২১
- চিকিৎসা - তদবীরের অধ্যায়
৩০২৭. পাঁজরের ব্যথা
৫৩১০। আরিম (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। আবু তালহা ও আনাস ইবনে নযর (রাযিঃ) তাকে আগুন দিয়ে দাগ দিয়েছেন। আর আবু তালহা তাকে নিজ হাতে দাগ দিয়েছেন। ‘আব্বাদ ইবনে মানসুর বলেন, আইয়ূ্ব আবু কিলাবা ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) আনসারদের জনৈক পরিবারের লোকদের বিষাক্ত দংশন ও কান ব্যথা জনিত কারণে ঝাঁড়ফুক গ্রহণ করার জন্য অনূমতি দেন। আনাস (রাযিঃ) বলেন: আমাকে পাঁজর ব্যথা রোগের কারণে রাসূলুল্লাহ (ﷺ) -এর জীবিত থাকাকালে আগুন দিয়ে দাগ দেয়া হয়েছিল। তখন আমার নিকট উপস্থিত ছিলেন আবু তালহা, আনাস ইবনে নযর এবং যায়দ ইবনে সাবিত (রাযিঃ)। আর আবু তালহা (রাযিঃ) আমাকে দাগ দিয়েছিলেন।
كتاب الطب
باب ذَاتِ الْجَنْبِ
حَدَّثَنَا عَارِمٌ، حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ قُرِئَ عَلَى أَيُّوبَ مِنْ كُتُبِ أَبِي قِلاَبَةَ، مِنْهُ مَا حَدَّثَ بِهِ وَمِنْهُ مَا قُرِئَ عَلَيْهِ، وَكَانَ هَذَا فِي الْكِتَابِ عَنْ أَنَسٍ أَنَّ أَبَا طَلْحَةَ وَأَنَسَ بْنَ النَّضْرِ كَوَيَاهُ، وَكَوَاهُ أَبُو طَلْحَةَ بِيَدِهِ. وَقَالَ عَبَّادُ بْنُ مَنْصُورٍ عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَذِنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَهْلِ بَيْتٍ مِنَ الأَنْصَارِ أَنْ يَرْقُوا مِنَ الْحُمَةِ وَالأُذُنِ. قَالَ أَنَسٌ كُوِيتُ مِنْ ذَاتِ الْجَنْبِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَىٌّ، وَشَهِدَنِي أَبُو طَلْحَةَ وَأَنَسُ بْنُ النَّضْرِ وَزَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو طَلْحَةَ كَوَانِي.