মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৫. শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩১৭
শরীআতের দন্ড বিধি অধ্যায়
যিম্মী হত্যার কারণে মুসলমান থেকে কিসাস নেয়া হবে।
হাদীস নং- ৩১৭
ইবনুল বায়লামানী থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) একজন মুসলমানকে জনৈক কাফির যিম্মীর (معاهد) পরিবর্তে হত্যা করেছেন এবং বলেছেন : যিম্মাদারী পুরণকারীদের মধ্যে আমি যিম্মা পূরণের ব্যাপারে অধিক হকদার।
ইবনুল বায়লামানী থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) একজন মুসলমানকে জনৈক কাফির যিম্মীর (معاهد) পরিবর্তে হত্যা করেছেন এবং বলেছেন : যিম্মাদারী পুরণকারীদের মধ্যে আমি যিম্মা পূরণের ব্যাপারে অধিক হকদার।
كتاب الحدود
عَنْ رَبِيعَةَ، عَنِ الْبَيْلَمَانِيِّ، قَالَ: قَتَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْلِمًا بِمُعَاهَدٍ، فَقَالَ: «أَنَا أَحَقُّ مَنْ وَفَّى بِذِمَّتِهِ»
হাদীসের ব্যাখ্যা:
যিম্মীদের জানমালের নিরাপত্তা এবং তাদের দেখাশোনা করা মুসলমানদের উপর কর্তব্য। এটা শরীয়তের একটি স্পষ্ট বিধান। সুতরাং এ বিধানের দৃষ্টিকোণ থেকে তাদের মাল চুরির অপরাধে চোরের হাত কর্তন করা হয়। তাদের নারীদের সাথে ব্যাভিচারকারীর উপর ব্যাভিচারের শাস্তি প্রয়োগ করা হয়। তাদের উপর মিথ্যা অপবাদ রটানোর কারণে শাস্তি দেয়া হয়। মূলত এ কিসাসও এ বিশেষ এক ঘটনার কারণে বাস্তবায়ন করা হয়েছে। এটাই হলো হানাফী মাযহাবের মত।