মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান

হাদীস নং: ৩২৯
ক্রয়-বিক্রয়ের বিধান
ঋণের সুদ
হাদীস নং- ৩২৯

হযরত উসামা ইব্ন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, ঋণের সুদই প্রকৃত সুদ এবং নগদ লেনদেনে কোন দোষ নাই।
كتاب البيوع
عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، قَالَ: «إِنَّمَا الرِّبَا فِي النَّسِيئَةِ، وَمَا كَانَ يَدًا بِيَدٍ فَلَا بَأْسَ»

হাদীসের ব্যাখ্যা:

ব্যাখ্যা : সুদ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী হাদীসে করা হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান