আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬২- চিকিৎসা - তদবীরের অধ্যায়

হাদীস নং: ৫৩১২
আন্তর্জাতিক নং: ৫৭২৩
- চিকিৎসা - তদবীরের অধ্যায়
৩০২৯. জ্বর জাহান্নামের উত্তাপ থেকে হয়
৫৩১২। ইয়াহয়া ইবনে সুলাইমান (রাহঃ) ......... ইবনে ‘উমর (রাযিঃ) -এর সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ জ্বর জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্টি হয়। কাজেই তা পানির সাহায্যে নিভিয়ে দাও। নাফি‘ (রাহঃ) বলেন, ‘আব্দুল্লাহ (রাযিঃ) তখন বলতেন, আমাদের উপর থেকে শাস্তিকে হালকা কর।
كتاب الطب
باب الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ
5723 - حَدَّثَنِي يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَأَطْفِئُوهَا بِالْمَاءِ» قَالَ نَافِعٌ: وَكَانَ عَبْدُ اللَّهِ، يَقُولُ: «اكْشِفْ عَنَّا الرِّجْزَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)