মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৭. ক্রয়-বিক্রয়ের বিধান
হাদীস নং: ৩৪৯
ক্রয়-বিক্রয়ের বিধান
শুফআর বর্ণনা
হাদীস নং- ৩৪৯
হযরত সুলায়মান (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতিবেশী তার শুফআর ব্যাপারে বেশী অধিকার রাখে।
হযরত সুলায়মান (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতিবেশী তার শুফআর ব্যাপারে বেশী অধিকার রাখে।
كتاب البيوع
أَبُو مُحَمَّدٍ، قَالَ: كَتَبَ إِلَيَّ ابْنُ سَعِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجَارُ أَحَقُّ بِشُفْعَتِهِ»
হাদীসের ব্যাখ্যা:
পরবর্তী হাদীসে বিস্তারিতভাবে শুফ‘আর (شفعة) ব্যাখ্যা করা হবে।