মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান

হাদীস নং: ৩৫৩
ক্রয়-বিক্রয়ের বিধান
বর্গাচাষের বর্ণনা
হাদীস নং- ৩৫৩

হযরত রাফে' ইব্ন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) একটি বাগানের নিকট গমন করছিলেন, বাগানটি দেখে আঁ হযরত (ﷺ)-এর খুব পসন্দ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কার। [হযরত রাফে' (রাযিঃ) বলেন। আমি বললাম, আমার। অতঃপর তিনি বললেন: এটা তুমি কোথা থেকে অথবা কিভাবে পেয়েছ? আমি বললাম, এটা আমি ভাড়ায় নিয়েছি। তখন তিনি বললেনঃ এর উৎপন্ন শস্যের কিছু অংশের পরিবর্তে ভাড়া নেবে না।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) একটি বাগানের নিকট নিয়ে যাচ্ছিলেন। তখন বললেনঃ এটা কার? [হযরত রাফে' (রাযিঃ) বলেন) আমি বললাম, আমার এবং এটা ভাড়ায় নিয়েছি। তিনি (এটা শুনে) বললেন: এভাবে ভাড়া নেবে না।
كتاب البيوع
عَنْ أَبِي حُصَيْنٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَرَّ بِحَائِطٍ فَأَعْجَبَهُ، فَقَالَ، " لِمَنْ هَذَا؟ فَقُلْتُ: لِي، فَقَالَ: مِنْ أَيْنَ لَكَ هُوَ؟ قُلْتُ: اسْتَأْجَرْتُهُ، قَالَ: لا تَسْتَأْجِرْهُ بِشَيْءٍ مِنْهُ "، وَفِي رِوَايَةٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِحَائِطٍ فَقَالَ: " لِمَنْ هَذَا؟ فَقُلْتُ: لِي، وَقَدِ اسْتَأْجَرْتُهُ، قَالَ: فَلَا تَسْتَأْجِرْهُ

হাদীসের ব্যাখ্যা:

উপরে বর্ণিত হাদীসের ব্যাখ্যা অনুযায়ী এ ধরনের ভাড়া নেয়া জায়েয নয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান