মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা
হাদীস নং: ৩৫৬
ফযীলত ও সম্মানের বর্ণনা
নবী করীম (ﷺ)-এর ফযীলত ও সম্মান
হাদীস নং- ৩৫৬
হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবী করীম (ﷺ) যখন রাতে আগমণ করতেন, তখন তাঁর পবিত্র দেহের সুঘ্রাণ দ্বারা তাঁকে চেনা যেত।
হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবী করীম (ﷺ) যখন রাতে আগমণ করতেন, তখন তাঁর পবিত্র দেহের সুঘ্রাণ দ্বারা তাঁকে চেনা যেত।
كتاب الفضائل والشمائل
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ بِرِيحِ الطِّيبِ إِذَا أَقْبَلَ بِاللَّيْلِ »
হাদীসের ব্যাখ্যা:
দারেমী হযরত জাবির (রা) থেকে রিওয়ায়েত করেন যে, নবী করীম (সা) যখন কোন রাস্তা দিয়ে গমন করতেন এবং তাঁর পিছনে কেউ ঐ রাস্তা অতিক্রম করত, তখন তাঁর পবিত্র দেহের সুঘ্রাণের দ্বারা বুঝতে পারতো যে, তিনি এ রাস্তা দিয়ে গমন করছেন। হযরত সাবিত ইব্ন আনাস (রা) থেকে এটাও বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি আম্বর, মেশূক অথবা অন্য কোন সুগন্ধিকে রাসূলুল্লাহ (সা)-থেকে বেশি সুবাস ছড়াতে দেখিনি এবং কোন রেশমী কাপড়ও তাঁর বেশি নরম পাইনি।