মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা
হাদীস নং: ৩৫৯
ফযীলত ও সম্মানের বর্ণনা
নবী করীম (ﷺ)-এর ফযীলত ও সম্মান
হাদীস নং- ৩৫৯
হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) বলেন, আমি কোন খায্ (উল এবং রেশমের তৈরী এক প্রকার কাপড়) অথবা রেশম স্পর্শ করিনি যা রাসূলুল্লাহ (ﷺ)-এর পবিত্র হাত থেকে অধিক নরম ও কোমল।
অন্য এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ)-কে কেউ কখনো দেখেনি যে, তিনি একত্রে উপবিষ্ট সাথীদের থেকে হাঁটু সামনে দিয়ে আগে বসেছেন।
হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) বলেন, আমি কোন খায্ (উল এবং রেশমের তৈরী এক প্রকার কাপড়) অথবা রেশম স্পর্শ করিনি যা রাসূলুল্লাহ (ﷺ)-এর পবিত্র হাত থেকে অধিক নরম ও কোমল।
অন্য এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ)-কে কেউ কখনো দেখেনি যে, তিনি একত্রে উপবিষ্ট সাথীদের থেকে হাঁটু সামনে দিয়ে আগে বসেছেন।
كتاب الفضائل والشمائل
عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «مَا مَسَسْتُ بِيَدِي خَزًّا وَلَا حَرِيرًا أَلْيَنَ مِنْ كَفِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» ، وَفِي رِوَايَةٍ:«مَا رُؤِيَ رَسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَادًّا رُكْبَتَيْهِ بَيْنَ جَلِيسٍ لَهُ قَطُّ»
হাদীসের ব্যাখ্যা:
তিরমিযী শরীফে হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে, যখন নবী করীম (সা) কারো সাথে মুসাফাহা করতেন এ সময় যতক্ষণ পর্যন্ত ঐ ব্যক্তি স্বীয় হাত টেনে না নিতেন,ততক্ষণ তিনি স্বীয় পবিত্র হাত তার হাত থেকে বের করতেন না। এমনিভাবে তার থেকে মুখ ফিরাতেন না যতক্ষণ পর্যন্ত ঐ ব্যক্তি নিজে মুখ ফিরিয়ে চলে না যেতেন এবং উপবিষ্ট সাথীদের সামনে হাঁটু ছড়িয়ে বসতেন না।