মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা
হাদীস নং: ৩৬১
ফযীলত ও সম্মানের বর্ণনা
নবী করীম (ﷺ)-এর ফযীলত ও সম্মান
হাদীস নং- ৩৬১
হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)-গোলামের দাওয়াত কবুল করতেন, রোগীর সেবা করতেন এবং গাধার উপর আরোহণ করতেন।
হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)-গোলামের দাওয়াত কবুল করতেন, রোগীর সেবা করতেন এবং গাধার উপর আরোহণ করতেন।
كتاب الفضائل والشمائل
عَنْ مُسْلِمٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجِيبُ دَعْوَةَ الْمَمْلُوكِ، وَيَعُوْدُ الْمَرِيْضَ، وَيَرْكَبُ الْحِمَارَ»
হাদীসের ব্যাখ্যা:
গোলামের দ্বারা আযাদকৃত গোলামকে বুঝানো হয়েছে। অথবা এর অর্থ এই যে, গোলাম যদি তার মনিবের পক্ষ থেকে এসে দাওয়াত করত, তাহলেও তিনি তা কবুল করতেন। অর্থাৎ যদিও আল্লাহ তা'আলা তাঁকে দীন ও দুনিয়ার বাদশাহী ও নেতৃত্ব দান করেছিলেন কিন্তু তবু গৌরব ও অহংকার, রাজ প্রতাপ, জাঁকজমক এবং মিথ্যা আস্ফালন তাঁর মধ্যে মোটেই ছিল না। বরং কাজ-কর্মে, আচার-ব্যবহারে অমায়িক নম্রতা ও ভদ্রতা প্রকাশ পেত। যেমন অত্যন্ত দরিদ্র লোকের দাওয়াত গ্রহণ করতেন, অত্যন্ত সাধারণ মুসলমান অসুস্থ হলে তার সেবা করার জন্য গমন করতেন এবং তাকে সান্ত্বনা দিতেন। আরোহণের জন্য কখনো গাঁধা ব্যবহার করতেন। অথচ আরবে আমীরগণ উট ও ঘোড়ার উপর এবং দরিদ্রগণ গাধার উপর আরোহণ করতেন।