মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৮০
ফযীলত ও সম্মানের বর্ণনা
হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৮০


শা’বী (রাহঃ) থেকে বর্ণিত, হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমার মধ্যে সাতটি বৈশিষ্ট্য এমন ছিল যে, নবী (ﷺ)-এর অপর কোন স্ত্রীর তা ছিল না। (প্রথমত) আমার পিতা হুযূর (ﷺ)-এর নিকট সর্বাপেক্ষা প্রিয়পাত্র ছিলেন আর আমি নিজেও তাঁর কাছে সবচেয়ে প্রিয়। (দ্বিতীয়) আমাকেই কেবল নবী (ﷺ) কুমারী অবস্থায় বিবাহ করেছেন। (তৃতীয়) হযরত জিবরাঈল (আ) তাঁর নিকট আমার চেহারা না দেখানো পর্যন্ত তিনি (ﷺ) আমাকে বিয়ে করেননি। (চতুর্থ) আমি হযরত জিবরাঈল (আ)-কে দেখেছি। নবী (ﷺ)-এর অন্য কোন স্ত্রী এ সৌভাগ্য লাভ করেননি। (পঞ্চম) আমরা একই চাদরের নীচে থাকা অবস্থায় ও হযরত জিবরাঈল (আ) আগমণ করেছেন। (ষষ্ঠ) আমার ব্যাপারে কুরআনের আয়াত নাযিল হয়েছে। এমনকি এরদ্বারা একদল মুসলমান ধ্বংস থেকে রেহাই পান। (সপ্তম) আমার ঘরেই রাসুলুল্লাহ (ﷺ)-এর জান কবয করা হয়। আমারই পালার দিনে-রাতে আমার বক্ষ ও কণ্ঠের মধ্যবর্তী স্থানে মাথা রেখে।
كتاب الفضائل والشمائل
عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: " لَقَدْ كُنَّ فِيَّ خِلَالٌ سَبْعٌ لَمْ يَكُنْ لِأَحَدٍ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كُنْتُ أَحَبَّهُنَّ إِلَيْهِ أبًا، وَأَحَبَّهُنَّ إِلَيْهِ نَفْسًا، وَتَزَوَّجَنِي بِكْرًا، وَمَا تَزَوَّجَنِي حَتَّى أَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ بِصُورَتِي، وَلَقَدْ رَأَيْتُ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ، وَمَا رَآهُ أَحَدٌ مِنَ النِّسَاءِ غَيْرِي، وَكَانَ يَأْتِيهِ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ وَأَنَا فِي شِعَارِهِ، وَلَقَدْ نَزَلَ فِيَّ عُذْرٌ كَادَ أَنْ يَهْلِكَ فِئَامٌ مِنَ النَّاسِ، وَلَقَدْ قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي وَلَيْلَتِي وَيَوْمِي، وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي "

হাদীসের ব্যাখ্যা:

পরবর্তী হাদীসে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা করা হবে।