মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা
হাদীস নং: ৩৮৪
ফযীলত ও সম্মানের বর্ণনা
হযরত শাবী (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৮৪
হযরত আমির শা'বী (রাহঃ) সম্পর্কে বর্ণিত আছে, যখন তিনি মাগাযী অর্থাৎ যুদ্ধের বিবরণ শুরু করতেন হযরত ইব্ন উমর (রাযিঃ) তা শুনেতেন। শোনার সময় তিনি বলতেন, তিনি (ইমাম শা'বী) এমনভাবে বর্ণনা করতেন, যেন তিনি যুদ্ধে অংশগ্রহণকারী দলের সাথে ছিলেন।
হযরত আমির শা'বী (রাহঃ) সম্পর্কে বর্ণিত আছে, যখন তিনি মাগাযী অর্থাৎ যুদ্ধের বিবরণ শুরু করতেন হযরত ইব্ন উমর (রাযিঃ) তা শুনেতেন। শোনার সময় তিনি বলতেন, তিনি (ইমাম শা'বী) এমনভাবে বর্ণনা করতেন, যেন তিনি যুদ্ধে অংশগ্রহণকারী দলের সাথে ছিলেন।
كتاب الفضائل والشمائل
عَنِ الْهَيْثَمِ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: كَانَ يُحَدِّثُ عَنِ الْمَغَازِي، وَابْنُ عُمَرَ يَسْمَعُهُ، قَالَ حِينَ يَسْمَعُ حَدِيثَهُ: «إِنَّهُ يُحَدِّثُ كَأَنَّهُ شَهِدَ الْقَوْمَ»
হাদীসের ব্যাখ্যা:
এখানে হযরত শা'বীর হাদীস বর্ণনার প্রশংসা করা হয়েছে।