মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২১. চিকিৎসা ও দু'আর বর্ণনা

হাদীস নং: ৪৩৯
চিকিৎসা ও দু'আর বর্ণনা
চিকিৎসা, পীড়ার বরকত, দম ও দু'আর বর্ণনা
হাদীস নং- ৪৩৯

হযরত ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত নবী করীম (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার কোন ঔষধ নেই মৃত্যু এবং বার্ধক্য ব্যতীত (এ গুলোর কোন ঔষধ নেই)। তোমরা গাভীর দুধ অবশ্যই পান করবে। কেননা এতে সমস্ত গাছ ও তরুলতার অংশ বিদ্যমান রয়েছে।
كتاب الطب وفضل المرض والرقى والدعوات
عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ دَوَاءً، إِلَّا السَّامَ وَالْهَرَمَ، فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ، فَإِنَّهَا تَخْلِطُهُ مِنْ كُلِّ شَجَرٍ»

হাদীসের ব্যাখ্যা:

বুখারী শরীফে হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী করীম (সা) বলেছেনঃ ما أنزل الله داء إلا أنزل له شفاء (আল্লাহ তা'আলা এমন কোন রোগ প্রেরণ বা সৃষ্টি করেননি যার থেকে মুক্তির কোন ব্যবস্থা রাখেননি)। হাকিম আবূ সাঈদ বর্ণনা করেন যে, আল্লাহ তা'আলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার চিকিৎসা বা শেফা নেই। যাকে ইচ্ছা, তিনি এর নির্দেশ প্রদান করেন এবং যাকে ইচ্ছা, এর থেকে অজ্ঞ রাখেন। এটা আল্লাহ তা'আলার একটি সীমাহীন ইনসাফের স্পষ্ট প্রমাণ যে, তিনি বান্দাকে এমন কোন রোগ দেননি যার থেকে মুক্তির উপকরণ ও ঔষধ সৃষ্টি করেননি। এরপর যাকে ইচ্ছা, এর জ্ঞান ও পরিচয় সম্পর্কে অবগত করেন এবং যাকে ইচ্ছা, অজ্ঞ রাখেন। এটা তাঁর বিচক্ষণতা যা তিনি সমস্ত বিশ্বে অব্যাহত রেখেছেন।