মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২১. চিকিৎসা ও দু'আর বর্ণনা

হাদীস নং: ৪৪২
চিকিৎসা ও দু'আর বর্ণনা
চিকিৎসা, পীড়ার বরকত, দম ও দু'আর বর্ণনা
হাদীস নং- ৪৪২

হযরত সাঈদ ইব্ন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সাপের বা ব্যাঙের ছাতা মান (আসমানী খাদ্য)-এর অন্তর্ভুক্ত। এর পানি চোখের জন্য শেফা ও উপকারী।
كتاب الطب وفضل المرض والرقى والدعوات
عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَمْرِو الْجُرَشِيِّ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنَ الْمَنِّ الْكَمْأَةُ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস বুখারী, মুসলিম ও তিরমিযী শরীফেও বর্ণিত আছে। ইমাম আহমদও মুসনাদে তা রিওয়ায়েত করেছেন। মান-এর সাথে কয়েকটি কারণে এর উপমা দেয়া হয়েছে। যেমন বনী ইসরাঈল কোন পরিশ্রম ও কষ্ট ছাড়াই খাদ্য পেত, তেমনিভাবে এটাও বিনামূল্যে পাওয়া যায়। যা বহু পরিমাণে জন্ম হয়। পচা কাঠ, দ্রব্য ও আবর্জনার মধ্যে সাধারণত এগুলো জন্মে থাকে। চোখের জন্য এটা উপকারী। এককভাবে কিংবা সুরমা বা তুঁতের সাথে মিলিয়ে এটা ব্যবহার করা যায়। আল্লামা নবরী এর উপকারিতার ব্যাপারে পরীক্ষা করে উপকার পেয়েছেন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)