মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২১. চিকিৎসা ও দু'আর বর্ণনা
হাদীস নং: ৪৪৫
চিকিৎসা ও দু'আর বর্ণনা
চিকিৎসা, পীড়ার বরকত, দম ও দু'আর বর্ণনা
হাদীস নং- ৪৪৫
হযরত ইব্ন উমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মু'মিন ব্যক্তির জন্য নিজকে অপদস্থ বা অপমানিত করা উচিত নয়। জিজ্ঞাসা করা হয়, হে আল্লাহর রাসূল! কিভাবে মুমিন নিজকে অপদস্থ করে। তখন তিনি বলেন: তা এভাবে যে, সে নিজকে এমন মুসীবতে ফেলে দেয় যা সহ্য করার মত ক্ষমতা সে রাখে না।
হযরত ইব্ন উমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মু'মিন ব্যক্তির জন্য নিজকে অপদস্থ বা অপমানিত করা উচিত নয়। জিজ্ঞাসা করা হয়, হে আল্লাহর রাসূল! কিভাবে মুমিন নিজকে অপদস্থ করে। তখন তিনি বলেন: তা এভাবে যে, সে নিজকে এমন মুসীবতে ফেলে দেয় যা সহ্য করার মত ক্ষমতা সে রাখে না।
كتاب الطب وفضل المرض والرقى والدعوات
عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَيْسَ لِلْمُؤْمِنِ أَنْ يُذِلَّ نَفْسَهُ، قِيلَ: وَكَيْفَ يُذِلُّ نَفْسَهُ؟ قَالَ: يَتَعَرَّضُ مِنَ الْبَلَاءِ مَا لَا يُطِيقُ "
হাদীসের ব্যাখ্যা:
যদি কোন ব্যক্তি নিজকে দীনের (ইবাদত) এমন কোন কষ্টের কাজে নিয়োজিত করে যা সে পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করতে সক্ষম হয় না, অবশেষে বাধ্য হয়ে ঐ আমল ত্যাগ করে এবং সামান্য ইবাদত করার যোগ্যতাও হারিয়ে ফেলে, তবে এটাই হলো নিজকে অপদস্থ করা। আল্লাহ্ তা'আলা এটা পসন্দ করেন না। বুখারী ও মুসলিম শরীফে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে, আঁ হযরত (সা) বলেছেন: নিজের ক্ষমতা অনুযায়ী আমল গ্রহণ কর। কেননা আল্লাহ তা'আলা ক্লান্ত হন না কিন্তু তোমরা ক্লান্ত হয়ে যাও। তাই হাদীসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) সওমে বেসাল (صوم وصال) বা বিরতিহীন রোয়া থেকে নিষেধ করে বলেছেন: “তোমরা আমার মত নও। আমি এভাবে রাত যাপন করি যে, আল্লাহ্ তা'আলা আমাকে পানাহার করান। সুতরাং তোমরা এমন আমল কর যা তোমরা সম্পন্ন করতে সক্ষম হও।" হাদীসে এটাও বর্ণিত আছে যে, আল্লাহ পাক ঐ নেক আমলকে সর্বাধিক পছন্দ করেন যা কম হলেও দীর্ঘস্থায়ী হয়। তাই এরূপ আমল গ্রহণ কর, যা সর্বদা করা যায়। ক্ষমতার বাইরে নেক আমল গ্রহণ করা মানুষের জন্য অত্যন্ত বিপদের কারণ হতে পারে।