মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২১. চিকিৎসা ও দু'আর বর্ণনা
হাদীস নং: ৪৪৭
চিকিৎসা ও দু'আর বর্ণনা
চিকিৎসা, পীড়ার বরকত, দম ও দু'আর বর্ণনা
হাদীস নং- ৪৪৭
হযরত উম্মে হানী (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এটা অবগত যে, আল্লাহ্ তা'আলা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন, তা হলে সে ক্ষমাপ্রাপ্ত হবে।
হযরত উম্মে হানী (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এটা অবগত যে, আল্লাহ্ তা'আলা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন, তা হলে সে ক্ষমাপ্রাপ্ত হবে।
كتاب الطب وفضل المرض والرقى والدعوات
عَنْ إسْمَاعِيلَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ عَلِمَ أَنَّ اللَّهَ يَغْفِرُ لَهُ، فَهُوَ مَغْفُورٌ لَهُ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস বুখারী ও মুসলিম শরীফেও বর্ণিত আছে। তিবরানী সগীর নামক গ্রন্থে হযরত আবি মাসউদ (রা) থেকে মরফু হাদীস বর্ণনা করেনঃ من أذنب ذنبا فعلم أن الله قد اطلع عليه غفر له وإن لم يستغفر “যে ব্যক্তি কোন পাপ করে এবং এটা অবগত হয় যে, আল্লাহ তা'আলা এ পাপের বিষয়টি জেনে ফেলেছেন বা জ্ঞাত হয়েছেন, তাহলে তার পাপ মার্জনা করা হয়। যদিও সে ক্ষমা প্রার্থনা না করে।”
আল্লাহ তা'আলা বান্দার গুনাহ ক্ষমা করার জন্য ওসীলা বা বাহানা খুঁজে থাকেন এবং বান্দার সামান্যতম আল্লাহর দিকে অগ্রসর হওয়াকে গুনাহ মাফের জন্য ওসীলা হিসেবে গ্রহণ করেন।মূলত তিনি অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়।
আল্লাহ তা'আলা বান্দার গুনাহ ক্ষমা করার জন্য ওসীলা বা বাহানা খুঁজে থাকেন এবং বান্দার সামান্যতম আল্লাহর দিকে অগ্রসর হওয়াকে গুনাহ মাফের জন্য ওসীলা হিসেবে গ্রহণ করেন।মূলত তিনি অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়।