মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২৩. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ৪৮৪
অপরাধ ও সাজার অধ্যায়
অপরাধের বর্ণনা
হাদীস নং- ৪৮৪

হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: যে ব্যক্তি রক্ত অর্থাৎ হত্যার অপরাধ ক্ষমা করে, তার পুরস্কার হলো একমাত্র বেহেশত।
كتاب الجنايات
عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ عَفَا عَنْ دَمٍ لَمْ يَكُنْ لَهُ ثَوَابٌ إِلَّا الْجَنَّةَ»

হাদীসের ব্যাখ্যা:

বর্ণিত হাদীসে পবিত্র কুরআনের এ আয়াতের তাফসীর করা হয়েছেঃ
وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ
“মন্দের শাস্তি বা বদলা মন্দ দ্বারা হয়, অতঃপর যে ব্যক্তি ক্ষমা করে এবং সন্ধি করে তার পুরস্কার আল্লাহর উপর অর্থাৎ আল্লাহ পাক তার প্রতিদান দেবেন।