মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২৮. কিয়ামতের আলামত ও জান্নাতের গুণাবলী অধ্যায়
হাদীস নং: ৫২০
কিয়ামতের আলামত ও জান্নাতের গুণাবলী অধ্যায়
অসীয়ত ও ফারাইয়ের বর্ণনা
হাদীস নং-৫২০
হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বালিগ হওয়ার পর কেউ ইয়াতীম থাকে না।
হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বালিগ হওয়ার পর কেউ ইয়াতীম থাকে না।
كتاب القيامة وصفة الجنة
عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُتْمَ بَعْدَ الْحُلُمِ»
হাদীসের ব্যাখ্যা:
ইয়াতীম তাকেই বলা হয় যার পিতা মৃত্যুবরণ করেছে এবং এখনো সে প্রাপ্তবয়স্ক হয়নি। যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে আর ইয়াতীম থাকে না।