ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং:
- সামগ্রিক মূলনীতিসমূহ
কুরআন ও সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
(৫) আব্দুল্লাহ ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জের খুতবায় বলেছেন, নিশ্চয় আমি তোমাদের মধ্যে যা রেখে যাচ্ছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না; (তা হচ্ছে) আল্লাহর কিতাব এবং তাঁর নবীর সুন্নত । (হাদীসটি হাকিম নাইসাপুরি সঙ্কলিত করেছেন এবং সহীহ বলে উল্লেখ করেছেন) । [মুস্তাদরাক হাকিম, হাদীস-৩১৮]
মালিক মুআত্তা গ্রন্থে অনুরূপ একটি হাদীস সনদ উল্লেখ ব্যতিরেকে 'আমরা শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন...' এভাবে সঙ্কলিত করেছেন। ইমাম যারকানি অন্যান্য সূত্র থেকে এই বর্ণনার সনদ বিচার করে তাকে সহীহ বলে উল্লেখ করেছেন ।
كتاب الجامع
عن عبد الله بن عباس رضي الله عنهما في خطبته صلى الله عليه وسلم في حجة الوداع قال: إني قد تركت فيكم ما إن اعتصمتم به فلن تضلوا أبدا كتاب الله وسنة نبيه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫ | মুসলিম বাংলা