ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ৩৮
- সামগ্রিক মূলনীতিসমূহ
জাহান্নামের কথা
(৩৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের উত্তাপের সত্তর ভাগের একভাগ (মুসলিম)।
كتاب الجامع
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ناركم هذه جزء من سبعين جزءا من حر (تار) جهنم.
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার হাদীসটি শুধুমাত্র সহীহ মুসলিমে সঙ্কলিত বলে উল্লেখ করেছেন। তবে হাদীসটি সহীহ বুখারিতেও সঙ্কলিত। দেখুন: কিতাবু বাদয়িল খালক, বাবু সিফাতিন নার, সহীহুল বুখারি ৩/১১৯১ [হাদীস নং-৩২৬৫)। (অনুবাদক)