ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ৪৮
- সামগ্রিক মূলনীতিসমূহ
নবী (ﷺ) এর আদর্শ
(৪৮) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন সকল মানুষের চেয়ে বেশী সুন্দর, সবচেয়ে বেশী দানশীল এবং তিনি সবচেয়ে বেশী সাহসীও ছিলেন। (মুসলিম)।
كتاب الجامع
عن أنس بن مالك رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وكان أجود الناس وكان أشجع الناس.