ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৫০
- সামগ্রিক মূলনীতিসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) কে ভালোবাসার আবশ্যকতা
(৫০) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিনে পরিণত হতে পারবে না, যতক্ষণ না সে আমাকে তার পিতা, সন্তান ও সকল মানুষের চেয়ে বেশী ভালোবাসবে ।
كتاب الجامع
عن أنس رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)