ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১০৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৭) আনাস রা. বলেন, একব্যক্তি ওযু করে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে। তার পায়ে নখ-পরিমাণ স্থান অধৌত ছিল । তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি ফিরে যাও এবং সুন্দররূপে ওযু করো ।
كتاب الطهارة
عن أنس بن مالك أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم وقد توضأ وترك على قدمه مثل موضع الظفر فقال له رسول الله صلى
الله عليه وسلم: إرجع فأحسن وضوءك.
tahqiqতাহকীক:তাহকীক চলমান