ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১১১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
অপবিত্র হলে ওযু না করা পর্যন্ত সালাত হবে না
(১১১) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি অপবিত্র হয়ে যাবে (ওযু বিনষ্ট হবে) সে পুনরায় ওযু না করা পর্যন্ত তার সালাত কবুল করা হবে না। হাদরামাউতের একব্যক্তি প্রশ্ন করেন, হে আবু হুরাইরা, ওযু বিনষ্টকারী অপবিত্রতা কী? তিনি উত্তরে বলেন, বায়ু ত্যাগ করা । (বুখারি ও মুসলিম)।
كتاب الطهارة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا تقبل صلاة من أحدث حتى يتوضاً. قال رجل من حضرموت: ما الحدث يا أبا هريرة؟ قال: فساء أو ضراط.

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, পেশাব-পায়খানা বা এ জাতীয় কোন কারণে শরীর সাধারণ নাপাক হলে অযুর মাধ্যমে পবিত্র হতে হবে। আর গোসল ফরয হওয়ার দ্বারা শরীর বড় নাপাক হলে গোসলের মাধ্যমে পবিত্র হতে হবে। আর অযু বা গোসলের মাধ্যমে নামাযের জন্য পবিত্রতা করা শর্ত। (শামী: ১৪০২)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)