ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১১৩
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
মল-মূত্র ত্যাগ ও ঘুম ওযু বিনষ্ট করে
(১১৩) সাফওয়ান ইবন আসসাল রা. ওযুর সময় মোজার উপর মাসাহ করার বিষয়ে বলেন, পায়খানা, পেশাব ও ঘুমের মাধ্যমে ওযু ভঙ্গ হলে মোজা না খুলেই ওযু করে মোজার উপর মাসাহ করার নির্দেশ আমাদেরকে দিতেন রাসূলুল্লাহ (ﷺ)।
كتاب الطهارة
عن صفوان بن عسال رضي الله عنه مرفوعا في حديث المسح: ولكن من غائط وبول ونوم.