ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৫৫
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
নাপাক ব্যক্তি পানাহার বা ঘুমানোর জন্য কী করবে
(১৫৫) আয়িশা রা. অন্য বর্ণনায় বলেন, আর যখন রাসূলুল্লাহ (ﷺ) পানাহারের ইচ্ছা করতেন তখন তাঁর দুইহাত ধৌত করতেন এবং তারপর পানাহার করতেন।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها فيه: ...وإذا أراد أن يأكل أو يشرب قالت: غسل يديه ثم يأكل أو يشرب
tahqiqতাহকীক:তাহকীক চলমান