ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৬৯
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬৯) ইবন উমার রা. বলেন, আমরা মৃতকে গোসল করাতাম। এরপর আমাদের মধ্যে কেউ গোসল করতেন এবং কেউ গোসল করতেন না।
كتاب الطهارة
عن ابن عمر رضي الله عنهما: كنا نغسل الميت فمنا من يغتسل ومنا من لا يغتسل.