ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৯২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পাকা করলে (tanning) চামড়া পবিত্র হয় এবং মৃত পশুর চামড়া, পশম ও হাড় ব্যবহারে অসুবিধা নেই
(১৯২) তাবিয়ি ইবন শিহাব যুহরি (১২৪ হি.) বলেন, হাতি বা অনুরূপ মৃতপশুর হাড় বা অনুরূপ দ্রব্যের বিষয়ে আমি পূর্ববর্তী যুগের অনেক আলিমকে দেখেছি তারা এগুলো দিয়ে চুল আঁচড়াতেন এবং তা দিয়ে তৈরী পাত্রে তেল রেখে ব্যবহার করতেন। এসবের ব্যবহারে কোনো আপত্তি বা অসুবিধা আছে বলে তারা মনে করতেন না।
كتاب الطهارة
قال الزهري في عظام المؤتى نحو الفيل وغيره: أدركت ناسا من سلف العلماء يمتشطون بها ويدهنون فيها لا يرون به بأسا.