ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২১০
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পানি থেকে কত দূরে থাকলে তায়াম্মুম করা বৈধ হবে
(২১০) নাফি' বলেন, ইবন উমার রা. মদীনা থেকে এক বা দুই মাইল১ দূরে থাকা অবস্থায় তায়াম্মুম করে আসরের সালাত আদায় করেন । এরপর সূর্য উর্ধ্বে থাকতেই তিনি মদীনায় প্রবেশ করেন, তবে তিনি পুনরায় আর সালাত আদায় করলেন না ।
كتاب الطهارة
عن نافع قال: تيمم ابن عمر على رأس ميل أو ميلين من المدينة فصلى العصر فقدم والشمس مرتفعة ولم يعد الصلاة

হাদীসের ব্যাখ্যা:

প্রাচীন আরবীয় হিসাবে এক মাইল ৪০০০ হাত বা ২ হাজার গজ। আল মু'জামুল ওয়াসীত ২/৮৯৪। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান