ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২১২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
জানাযার সালাত না-পাওয়ার ভয়ে তায়াম্মুম করা
(২১২) ইবন আব্বাস রা. বলেন, যদি তুমি ওযুহীন অবস্থায় থাক এবং ভয় পাও যে, (ওযু করতে গেলে) জানাযার সালাত ধরতে পারবে না, তাহলে তুমি তায়াম্মুম করে জানাযার সালাত আদায় করবে।
كتاب الطهارة
عن ابن عباس، قال: «إذا خفت أن تفوتك الجنازة، وأنت على غير وضوء، فتيمم وصل»
হাদীসের ব্যাখ্যা:
এই অর্থে ইবন উমারের মত বাইহাকি সঙ্কলন করেছেন এবং যুহরি, হাসান বসরি, আতা, লাইস, হাকাম ও ইবরাহীম নাখয়ির মত তাহাবি সঙ্কলন করেছেন ।