ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৪৯
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
কী পরিমাণ রক্ত বা মূত্র ক্ষমার যোগ্য
(২৪৯) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, যদি রক্ত, পেশাব বা অন্য কোনো নাপাকি দিরহাম (রৌপ্যমুদ্রা) পরিমাণ হয় তাহলে তুমি পুনরায় সালাত আদায় করবে। আর যদি তার চেয়ে কম হয় তাহলে তুমি তোমার সালাতে এগিয়ে যাবে।
كتاب الطهارة
عن إبراهيم، قال: «إذا كان الدم في جسدك، أو في ثوبك قدر الدرهم فأعد صلاتك، وإن كان أقل من ذلك، فامض على صلاتك»
tahqiqতাহকীক:তাহকীক চলমান