ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৭৫
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
বসে অথবা দাঁড়িয়ে পেশাব করা
(২৭৫) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক এলাকার আবর্জনার স্থানে গমন করেন। অতঃপর তিনি দাঁড়িয়ে পেশাব করেন ।
كتاب الطهارة
عن حذيفة رضي الله عنه قال: أتى النبي صلى الله عليه وسلم سباطة قوم فبال قائما

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সম্ভবত কোনো ওযরের কারণে এভাবে দাঁড়িয়ে পেশাব করেন। অথবা এভাবে দাঁড়িয়ে পেশাব করা যে মুবাহ তা দেখানোর জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেন। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ২৭৫ | মুসলিম বাংলা