আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮- নামাযের ওয়াক্তের বিবরণ
হাদীস নং: ৫৩৬
আন্তর্জাতিক নং: ৫৬৩
- নামাযের ওয়াক্তের বিবরণ
৩৭০। মাগরিবকে ইশা বলা যিনি পছন্দ করেন না।
৫৩৬। আবু মা’মার আব্দুল্লাহ ইবনে আমর (রাহঃ) ..... আব্দুল্লাহ মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ বেদুঈনরা মাগরিবের নামাযের নামের ব্যাপারে তোমাদের উপর যেন প্রভাব বিস্তার না করে। 
রাবী [আব্দুল্লাহ মুযানী (রাযিঃ)] বলেন, বেদুঈনরা মাগরিবকে ইশা বলে থাকে।
রাবী [আব্দুল্লাহ মুযানী (রাযিঃ)] বলেন, বেদুঈনরা মাগরিবকে ইশা বলে থাকে।
كتاب مواقيت الصلاة
باب مَنْ كَرِهَ أَنْ يُقَالَ لِلْمَغْرِبِ الْعِشَاءُ
563 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنِ الحُسَيْنِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُغَفَّلٍ المُزَنِيُّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تَغْلِبَنَّكُمُ الأَعْرَابُ عَلَى اسْمِ صَلاَتِكُمُ المَغْرِبِ» قَالَ الأَعْرَابُ: وَتَقُولُ: هِيَ العِشَاءُ
বর্ণনাকারী: