ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩০০
নামাযের অধ্যায়
সালাতের ওয়াক্তসমূহের বিবরণ
(৩০০) নাফি' ইবন জুবাইর বলেন, উমার রা. আবু মুসা আশআরি রা.কে চিঠিতে লেখেন, রাত্রের যখন ইচ্ছা ইশার সালাত আদায় করুন, একে ভুলে যাবেন না বেখেয়াল হবেন না।
كتاب الصلاة
عن نافع بن جبير قال: كتب عمر رضي الله عنه إلى أبي موسى: وصل العشاء أي الليل شئت ولا تغفلها
tahqiqতাহকীক:তাহকীক চলমান