ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩১১
নামাযের অধ্যায়
আসরের সালাত দেরি করা মুসতাহাব
(৩১১) আব্দুল্লাহ ইবন রাফি বলেন, তিনি আবু হুরাইরা রা.কে সালাতের ওয়াক্ত সম্পর্কে প্রশ্ন করেন। তখন আবু হুরাইরা রা. বলেন, যখন তোমার ছায়া তোমার সমান হবে তখন যুহরের সালাত আদায় করবে। এবং যখন তোমার ছায়া তোমার দ্বিগুণ হবে তখন আসরের সালাত আদায় করবে ।
كتاب الصلاة
عن عبد الله بن رافع أنه سأل أبا هريرة رضي الله عنه عن وقت الصلاة فقال أبو هريرة: صل الظهر إذا كان ظلك مثلك والعصر إذا كان ظلك مثليك
tahqiqতাহকীক:তাহকীক চলমান