ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩২০
নামাযের অধ্যায়
প্রভাতের অন্ধকারের মধ্যে ফজরের সালাত আদায় করা
(৩২০) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাত আদায় করতেন দুপুরে... এই হাদীসের মধ্যে তিনি বলেন, এবং তিনি ফজরের সালাত আদায় করতেন প্রভাতের অন্ধকারের মধ্যে।
كتاب الصلاة
عن جابر رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم يصلي الظهر بالهاجرة، الحديث وفيه: والصبح بغلس
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)