ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৩০
নামাযের অধ্যায়
সালাত পালনে অবহেলা
(৩৩০)আবু কাতাদাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অবহেলা তারই হবে, যে ব্যক্তি সালাত আদায় করল না, শেষ পর্যন্ত পরবর্তী সালাতের ওয়াক্ত এসে গেল।
كتاب الصلاة
عن أبي قتادة رضي الله عنه مرفوعا: إنما التفريط على من لم يصل الصلاة حتى يجيء وقت الصلاة الأخرى
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ৩৩০ | মুসলিম বাংলা