ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৭০
নামাযের অধ্যায়
মাগরিব ছাড়া প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত
(৩৭০) তাবিয়ি তাউস বলেন, ইবন উমার রা.কে মাগরিবের আগের দুই রাকআত নফল সালাত সম্পর্কে প্রশ্ন করা হল। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে কাউকে এই দুই রাকআত সালাত আদায় করতে দেখি নি।
كتاب الصلاة
عن طاوس قال: سئل ابن عمر رضي الله عنه عن الركعتين قبل المغرب فقال: ما رأيت أحدا على عهد رسول الله صلى الله عليه وسلم يصليهما