ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৮৭
নামাযের অধ্যায়
গুপ্তাঙ্গ আবৃত করা অত্যাবশ্যক
(৩৮৭) বাহয ইবন হাকীম তার পিতা থেকে, তিনি তার দাদা (মুআবিয়া ইবন হাইদাহ রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার গুপ্তাঙ্গ সংরক্ষণ করবে, শুধুমাত্র তোমার স্ত্রী বা মালিকানাধীন ক্রীতদাসী ছাড়া অন্য সকলের থেকে।
كتاب الصلاة
عن بهز بن حكيم عن أبيه عن جده رفعه: إحفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك
tahqiqতাহকীক:তাহকীক চলমান