ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪০৩
নামাযের অধ্যায়
সালাতের নিয়্যাত
(৪০৩) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, তোমরা তোমাদের নিয়্যাতগুলোর বিষয়ে যত্নবান হবে।
كتاب الصلاة
عن عبد الله رضي الله عنه قال: «حافظوا على نياتكم
হাদীসের ব্যাখ্যা:
[গ্রন্থকার তাবারানির এই হাদীসটি মাজমাউয যাওয়ায়িদের বরাতে উদ্ধৃত করেছেন। উভয় স্থানে হাদীসের শেষে في الصلاة শব্দ রয়েছে। কিন্তু গ্রন্থকার তা উদ্ধৃত করেন নি। এই শব্দসহ হাদীসটির অর্থ হয়, 'তোমরা সালাতে বা নামাযে তোমাদের নিয়্যাতগুলোর বিষয়ে যত্নবান হবে। -সম্পাদক]