ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪২১
নামাযের অধ্যায়
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪২১) আবু হুমাইদ সায়িদি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের ইচ্ছা করলে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়াতেন এবং তাঁর দুইহাত উঠিয়ে দুই কাঁধের সমান্তরাল করতেন। এরপর বলতেন, আল্লাহু আকবার ।
كتاب الصلاة
عن أبي حميد الساعدي رضي الله عنه في صفة صلاته صلى الله عليه وسلم: (إذا قام إلى الصلاة) اعتدل قائما ورفع يديه حتى يحاذي بهما منكبيه ثم قال الله أكبر
tahqiqতাহকীক:তাহকীক চলমান