ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৩০
নামাযের অধ্যায়
আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ চুপে চুপে বলা
(৪৩০) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা. ও উমার রা. আলহামদু লিল্লাহি রাবিবল আলামীন' দ্বারা সালাত শুরু করতেন। (অর্থাৎ এর পূর্বের দুআ, আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ চুপে চুপে বলতেন)।
كتاب الصلاة
عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر رضي الله عنهم كانوا يفتتحون الصلاة بـ {الحمد لله رب العالمين}
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)