ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬২
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬২) মালিক ইবনুল হুওয়াইরিস রা. বলেন, তিনি দেখেছেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে দুইহাত উঠাতেন, রুকু করার সময়, রুকু থেকে মাথা উঠানোর সময়, সাজদা করার সময়, সাজদা থেকে মাথা উঠানোর সময়।
كتاب الصلاة
عن مالك بن الحويرث رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وسلم رفع يديه في صلاته وإذا ركع وإذا رفع رأسه من الركوع وإذا سجد وإذا رفع رأسه من السجود
tahqiqতাহকীক:তাহকীক চলমান