ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৮৩
নামাযের অধ্যায়
রুকুর পদ্ধতি
(৪৮৩) বারা' ইবন আযিব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন রুকু করতেন তখন তাঁর পিঠ লম্বা করে দিতেন। আর যখন তিনি সাজদা করতেন তখন তাঁর আঙ্গুলগুলো কিবলামুখি করতেন।
كتاب الصلاة
عن البراء رضي الله عنه مرفوعا: إذا ركع بسط ظهره وإذا سجد وجه أصابعه قبل القبلة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৮৩ | মুসলিম বাংলা