ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৮৬
নামাযের অধ্যায়
রুকুতে, সাজদায় এবং রুকু ও সাজদা থেকে উঠার পরে পূর্ণ স্থিরতা
(৪৮৬) আবু কাতাদাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর যে নিজের সালাত থেকে চুরি করে! তারা বলেন, হে আল্লাহর রাসূল, নিজের সালাত থেকে কীভাবে চুরি করে? তিনি বলেন, সে সালাতের রুকু ও সাজদা পূর্ণ করে না। অথবা তিনি বলেন, সে রুকু ও সাজদায় তার শিরদাঁড়া সোজা ও স্থির করে না।
كتاب الصلاة
عن أبي قتادة رضي الله عنه مرفوعا: أسوأ النّاس سرقة الذي يسرق من صلاته قالوا يا رسول الله وكيف يسرق من صلاته؟ قال لا يتم ركوعها ولا سجودها أو قال لا يقيم صلبه في الركوع والسجود
tahqiqতাহকীক:তাহকীক চলমান