ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫০৭
নামাযের অধ্যায়
দুই সাজদার মধ্যে বসার পদ্ধতি ও নিতম্বের উপর বসা মাকরূহ
(৫০৭) সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে নিতম্বের উপর বসতে নিষেধ করেছেন।
كتاب الصلاة
عن سمرة رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن الإقعاء في الصلاة
হাদীসের ব্যাখ্যা:
এ বৈঠকে উভয় পা খাড়া রেখে গোড়ালীর উপর বসা ধীরস্থিরতার পরিপন্থী। তাই তাশাহহুদের বৈঠকের নিয়ম অনুযায়ী বাম পা বিছিয়ে দিয়ে তার উপর নিতম্ব রেখে শানত্মভাবে বসা। তাশাহহুদের বৈঠকের মত হাত দুটি দুই রানের উপর রাখা। ধীরস্থিরভাবে বসার জন্য এ বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা জরম্নরী। এটা হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫০৫)