ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৩৯
নামাযের অধ্যায়
সালাতের পরে যিকির আযকার
(৫৩৯) কা'ব ইবন উজরাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পিছে রেখে যাওয়া কিছু বাক্য যে সেগুলো বলবে বা যে সেগুলো পালন করবে সে হতাশ বা বঞ্চিত হবে না: ৩৩ বার 'সুবহানাল্লাহ', ৩৩ বার আলহামদু লিল্লাহ' ও ৩৪ বার 'আল্লাহু আকবার', প্রত্যেক সালাতের শেষে ।
كتاب الصلاة
عن كعب بن عجرة رضي الله عنه مرفوعا قال: معقبات لا يخيب قائلهن أو فاعلهن دبر كل صلاة مكتوبة ثلاث وثلاثون تسبيحة وثلاث وثلاثون تحميدة وأربع وثلاثون تكبيرة في دبر كل صلاة
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)