ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৮৫
নামাযের অধ্যায়
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নিয়ে মাগরিবের সালাতে সূরা মুহাম্মাদ পাঠ করতেন।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يقرأ بهم في المغرب (الذين كفروا وصدوا عن سبيل الله)