ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৯৩
নামাযের অধ্যায়
ফজরের সালাতে কুরআন পাঠ
(৫৯৩) আবু বারযা আসলামি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে ৬০ আয়াত থেকে ১০০ আয়াত পাঠ করতেন।
كتاب الصلاة
عن أبي برزة الأسلمي رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الفجر ما بين الستين إلى المائة آية
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)