ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬১০
নামাযের অধ্যায়
তারতীল ও তাজবীদ এবং কীভাবে কুরআন পাঠ করতে হবে
(৬১০) ইবন আব্বাস রা. কুরআনের বাণী, 'আর কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে'এর ব্যাখ্যায় বলেন, তুমি একে পরিষ্কার ও সুষ্পষ্টরূপে পাঠ করবে।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما في قوله تعالى: ورتل القرآن ترتيلا قال بينه بيانا
tahqiqতাহকীক:তাহকীক চলমান